শেষ চেষ্টা ব্যর্থ, মৃত্যু হল মল্লিকবাজারের হাসপাতালের কার্নিশ থেকে পড়ে যাওয়া সুজিতের৷

শেষ চেষ্টা ব্যর্থ, মৃত্যু হল মল্লিকবাজারের হাসপাতালের কার্নিশ থেকে পড়ে যাওয়া সুজিতের৷

মৃত্যু হল মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতলের কার্নিশ থেকে পড়ে যাওয়া সুজিত অধিকারীর। এ দিন সন্ধ্যা ৬.২৫ মিনিটে তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে৷এনআরএস হাসপাতালে নিহত যুবকের দেহের ময়নাতদন্ত করা হবে বলেই খবর৷গত ২৩ তারিখ হাসপাতালের ৮ তলার এইচডিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল লেকটাউনের শ্রীভূমির বাসিন্দা সুজিতকে৷ ওয়ার্ড বয়দের মারধর করে সেই ওয়ার্ডেই নিজের বেডের পাশের জানলা খুলে কার্নিশে নেমে পড়েন সুজিত৷দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টাতেও তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয় দমকল৷ শেষ পর্যন্ত কার্নিশ থেকে হাত ফস্কে নীচে পড়ে গুরুতর আহত হন সুজিত৷ মাথায়, বুকে গুরুতর আঘাত লাগে তাঁর৷ ওই হাসপাতালেই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷
এই ঘটনায় ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে সুজিতের পরিবার৷
মাসখানেক আগে স্ত্রীর মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷সুজিতের ৯ এবং ৫ বছরের দুই ছেলে রয়েছে৷ সুজিত যখন কার্নিশে বসে তখন তার ৯ বছরের ছেলেকে দিয়ে ফোন করে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই ডাকেও সাড়া দেয়নি সুজিত ।অবশেষে তার মর্মান্তিক পরিণতিতে সুজিতের দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তার পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =