শেষ হচ্ছে ৫ টি পৌরসভার মেয়াদ,নির্বাচন কবে?
পুরভোটের রেশ কাটতে না কাটতেই এরই মধ্যেই মে মাসেই শেষ হচ্ছে রাজ্যের পাঁচটি পৌরসভার মেয়াদ৷ কালিম্পং,পূজালী, মিরিক, ডোমকল এবং রায়গঞ্জ পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ স্বাভাবিকভাবেই নয়া পৌরবোর্ড গঠন করতে গেলে নির্বাচন আবশ্যিক। পাঁচ পৌরসভার নির্বাচনের সময় -তারিখ জানতে রাজ্য নির্বাচন কমিশন চিঠি দিতে চলেছে রাজ্য সরকারকে।পাশাপাশি বালি পৌরসভার নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়ে নবান্নকে শীঘ্রই ফের চিঠি দেওয়া হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। বালি পৌরসভায় এখনো আটকে পুরসভা নির্বাচন।