শোকের ছায়া রোনাল্ডোর পরিবারে।

শোকের ছায়া নেমে এসেছে সিআরসেভেন রোনাল্ডোর পরিবারে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা টুইটারে জানালেন যে,তাঁর সদ্যোজাত পুত্রসন্তান মারা গিয়েছে। তবে কন্যাসন্তান সুস্থ রয়েছে। গত অক্টোবর মাসেই রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ তাঁদের যমজ সন্তানের কথা ঘোষণা করেছিলেন। তারই মধ‍্যে পুত্র সন্তানের মৃত্যু হয়েছে।

রোনাল্ডো টুইটারে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সদ্যোজাত পুত্রসন্তান প্রয়াত হয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় দুঃখের ঘটনা। এক মাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়া এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’ রোনাল্ডোর টুইটের পরেই তার ফ্যান ফলোয়ার্সদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =