জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের শ্মশান কালী মন্দিরের দান পেটি চোরেরা নিয়ে চম্পট দেয় ঘটনাটি ঘটেছে জামুরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের তেলখুলি শ্মশান কালী মন্দিরের আজ সকাল এগারোটা নাগাদ মন্দিরের যে নিত্যু পূজারী রয়েছে তালা খুলতেই দেখে মন্দিরে দান পেটি নেই এবং মন্দিরের বেশকিছু সামগ্রিক চুরি হয়ে গেছে তারপর সে মন্দির কমিটির সদস্যদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় মন্দিরের সদস্য ও জামুড়িয়া ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা রুইদাস ঘটনার খবর পুলিশকে দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা যায় স্থানীয়রা জানায় দিনের পর দিন বেড়েই চলেছে এর ৫ নম্বর ওয়ার্ডে।