শ্মশান যাত্রায় ব্যান্ড বাজা,সামনে ১১৩ বছরের বনলতা

শ্মশান যাত্রায় ব্যান্ড বাজা,সামনে ১১৩ বছরের বনলতা

নাতিদের কাঁধে চড়ে শ্মশানের পথে বৃদ্ধা। রাস্তায় সারি সারি ইঞ্জিন ভ্যানে লোকসমাগম। ব্যান্ড পার্টি তে বাজছে ‘আমি হেলেদুলে যাব শ্মশানে’ গান। সামনে নেচে চলেছে একদল যুবক। এভাবেই ব্যান্ড পার্টি নিয়ে নাচ গানে শেষকৃত্য সম্পন্ন হল ১১৩ বছরের বৃদ্ধার। শেষকৃত্য নাকি প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা! কৌতূহল দৃষ্টিতে রাস্তায় থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষজন। এদিকে বৃদ্ধার মৃত্যুতে পরিবার পরিজন থেকে গ্রামবাসীরা তখন নেচে চলেছেন। কাউকে দেখা গেল সেলফি নিতেও। শ্মশান যাত্রার এমন বিরল দৃশ্য ঘিরে হতবাক দক্ষিণ ২৪ পরগনা গঙ্গাসাগর কোস্টাল থানার বিষ্ণুপুর এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম বনলতা খাটুয়া । তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। সাগরের গঙ্গাসাগর কোস্টাল থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা এই বৃদ্ধা নাকি বলেছিলেন তিনি নিজের শ্মশান যাত্রায় আনন্দ করে যাবে । তাই তাঁর বিদায় যেন সবাই আনন্দের সঙ্গে করে। ঠাকুমার শেষ ইচ্ছায় শ্রদ্ধা জানিয়ে নাতিরা আনলেন ব্যান্ড পার্টি। নেচে-গেয়ে ঠাকুমাকে বিদায় জানালেন তাঁরা। এমনকি শ্মশানে চিতায় একদিকে আগুন জ্বলছে অন্যদিকে ব্যান্ড পার্টি বাজছে। এতটা সময় বেঁচে থেকে জীবনের সব স্বাদই বুঝেছেন। তাই আনন্দের সাথে ঠাকুমাকে বিদায় দেওয়া হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 19 =