শ্রমজীবী সমন্বয় কমিটির প্রতিবাদ মিছিল

শ্রমজীবী সমন্বয় কমিটির প্রতিবাদ মিছিল

লোলাল ট্রেন পরিষেবা চালু , পরিবহন ব্যবস্থা স্বাভাবিক, কংক্রিটের বাধ, বাস্তবায়িত করতে হবে এই দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল- শ্রমজীবী সমন্বয় কমিটির।সুন্দরবনের মানুষের ভিক্ষা নয় উন্নয়নে শামিল করতে হবে।বসিরহাট মহকুমা শ্রমজীবী সমন্বয় কমিটির নতুন স্লোগান সুন্দরবন বাসীকে ভিক্ষা নয় মর্যাদা দাবি, চরম দুর্দশা পীড়িত মানুষের পাশে থাকতে হবে। স্থায়ী বাধের সমাধান, স্বাস্থ্য শিক্ষা বেসরকারি কর্মচারী সহ সাধারণ নাগরিককে অন্তত তিন মাসের আর্থিক সাহায্য করতে হবে ।এই দাবিতে মঙ্গলবার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সন্দেশখালি হাসনাবাদ সহ ব্লক গুলি কয়েকশো শ্রমজীবী কমিটির সদস্য সাধারণ নাগরিক পথে, বসিরহাট টাকি রোড ও ইটিন্ডা রোড হয়ে ইছামতি ব্রীজের বোর্ড ঘাটে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে অবস্থান-বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করেন। শ্রমজীবি সমন্বয় কমিটির সদস্য অর্পিতা দে, শ্যামল সরদার এর নেতৃত্বে কয়েক শ সাধারণ নাগরিক সদস্যরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ব্যানার নিয়ে মাইকিং প্রচার করে সাধারণ মানুষকে সচেতন বার্তা দেন ।পাশাপাশি অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান, যেভাবে কেন্দ্র সরকার একতরফাভাবে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, মূল্য বৃদ্ধি করছে খাবার মজুদ থাকলেও জ্বালানির অভাব দেখা দিয়েছে । তাই সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে এদিন তাদের এই মিছিল। প্রতিবাদ কর্মসূচির পরে চার দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন মহাকুমা শাসকের দপ্তরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =