শ্রমিকদের সংবর্ধনা দিল চা বাগান কর্তৃপক্ষ
চা পাতার দাম ভালো মেলায় শ্রমিকদেরই সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়ে কৃতজ্ঞতা জানালেন চা বাগানের মালিকপক্ষ। মঙ্গলবার শ্রমিকদের উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করাতে দেখা গেল মালিকপক্ষকে। বাগানের শ্রমিক ও সুপারভাইজারদের নিরলস কাজের জন্যই ডুয়ার্সের মধ্যে সুনাম অর্জন করেছে ডেঙ্গুয়া ঝাড় চা বাগান এমনই প্রশংসা করলেন বাগানের সিনিয়র ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে।
তিনি বলেন, পুরো ভারতবর্ষ জুড়ে আমাদের চায়ের নাম রয়েছে। এটা পুরোপুরি শ্রমিক, সুপারভাইজার সকলের কৃতিত্ব রয়েছে। আমাদের চা ভালো দাম দিয়ে বিক্রি হচ্ছে। তিনি আরো জানান আমরা ডুয়ার্সের মধ্যে এক নম্বরে রয়েছি।