শ্রমিক বিবাদের জেরে বন্ধ হল জগদ্দলের জেজেআই জুট মিল।
সোমবার বনধের দিন মিল চত্বরে অশান্তির কারণে জগদ্দল থানার পুলিশ মিস্টার খান নামের এক যুবককে আটক করেছে। ধৃত যুবক জগদ্দল জেজেআই মিলের শ্রমিক। আজ সকালে এ-শিফটে কাজ করতে এসে শ্রমিকদের একাংশ ধৃতকে ছাড়ার দাবিতে মিলের ভেতর বিক্ষোভ দেখায়। এরপর বিক্ষোভকারীরা জগদ্দল থানার সামনে জড়ো হয়। ফলতো মিলের শ্রমিক সংখ্যা কম হওয়ায় বি-সিফট থেকে মিল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। যদিও কর্তৃপক্ষের তরফে কোন লিখিত নোটিশ জারী করা না হলেও কার্যত ঘটনার জেরে শ্রমিকের উপস্থিতির হার কম থাকায় বন্ধ জুটমিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিলের গেটে পুলিশ পিকেটিং করা হয়েছে।
