শ্রাবণের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজনের মৃত্যু
শ্রাবণের সোমবারে শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজনের মৃত্যু। যখম ২।ঘটনাটি পূর্বস্থলীর পারুলিয়া বাজারের। এলাকায় উত্তেজনা বেশ কিছুক্ষন পথ অবরোধ। ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ।পূর্ব বর্ধমানের জামালপুর শিবের মন্দির রয়েছে। সব সময় হাজার হাজার মানুষের ভিড় হয়ে মন্দিরে। শ্রাবণ মাস পড়ায়, শ্রাবণের সোমবারে জল ঢালতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন পায়ে হেঁটে ও গাড়িতে।
আজ সোমবার গতকাল রাত্রিবেলাতেই এরা বেরিয়েছিল বাঁক কাঁধে করে জামালপুরে বুড়োরাজ শিবের মাথায় জল ঢালবে বলে।পূর্বস্থলীর পারুলিয়ার কাছে সারারাত হেঁটে, বিশ্রাম নিচ্ছিলেন নয় জনের একটি দল। হঠাৎ করে একটি ছোট চার চাকার লেবু বোঝাই গাড়ি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের, এদের একজন হল সমীর ঘোষ। অন্যজন অসিত ঘোষ ।গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ,প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষ। স্থানীয় মানুষেরা তড়িঘড়ি উদ্ধার করে পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে এদের মৃত বলে ঘোষণা করে দুজনকে। বাকি দুজন কে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয় শক্তিগড় হাসপাতালে।
ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে,গাড়িটাকে আটক করে পূর্বস্থলী থানার পুলিশ।