শ্রাবন্তীর দলত্যাগ নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা।
“শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি দলত্যাগ করাটা সম্পুর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তাঁর তৃণমূলে যোগদানের ক্ষেত্রে দিদি যে সিদ্ধান্ত নেবেন সেটাই মাথা পেতে নেব।” পুরুলিয়া জেলা তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠানে যোগ দিতে এসে শ্রাবন্তীর দলত্যাগ প্রসঙ্গে বললেন রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দোপাধ্যায়। এছাড়াও এদিন তিনি বলেন, “যারা একসময় দিদিকে অসহায় অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিল তাদের থেকে সতর্ক থাকতে হবে। আগামীদিনে সেই ভুল আমরা করতে পারি না।আগামীদিনে কাজের মাধ্যমে পুরুলিয়ায় তৃণমূল ফুটবে।” একইসঙ্গে আসন্ন পুরসভা নির্বাচনে টিকিট দেওয়া প্রসঙ্গে রাজ্য সম্পাদক সায়ন্তিকা বলেন, “যারা দলের হয়ে সারা বছর কাজ করে, মানুষের হয়ে কাজ করে তাদেরই প্রাধান্য দেওয়া হবে।” প্রসঙ্গত, এদিন পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে আয়োজিত হয় তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠান । উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী সন্ধ্যারানী টুডু, সায়ন্তিকা বন্দোপাধ্যায়,জেলা সভাপতি, জেলা সভাধিপতি সহ অন্যান্য নেতাকর্মীরা।
