শ্রীরামপুরে তৃনমূল কাউন্সিলর রমা নাথের মৃত্যুর ঘটনায় উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হল বিজয় সাউকে।
শ্রীরামপুরে তৃনমূল কাউন্সিলর রমা নাথের মৃত্যুর ঘটনায় উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হল বিজয় সাউকে।অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল শেওড়াফুলি জিআরপি তে।
গত ১০ ই ফেব্রুয়ারী ২০২০ সালে শ্রীরামপুর স্টেশনে আত্মহত্যা করেন শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর রমা নাথ(৪৫)।শেওড়াফুলি জিআরপি থানায় বিজয় সাউ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আত্মহত্যার প্ররোচনার জন্য।জি আর পি সূত্রে খবর,ঘটনার পর দিল্লী পালিয়ে যায় বিজয়।সেখানে উত্তর প্রদেশের বাঘপাতের এক জনের সঙ্গে তার যোগাযোগ হয়।তার গ্রাম লোহারিতে গিয়ে মজুরের কাজ করতে থাকে বিজয়। ফোনের টাওয়ার লোকেশান দেখে জি আর পির তদন্তকারীরা সেখানে গিয়ে বিজয়কে গ্রেফতার করে। বাঘপাত আদালত থেকে ট্রানজিট রিমান্ড নেয় জি আর পি।রাজধানী এক্সপ্রেসে করে আজ তাকে হাওড়া নিয়ে আসা হয়।সেখান থেকে শেওড়াফুলি জি আর পি তে।ধৃতকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হবে।
জানা গেছে রমা নাথ যখন কাউন্সিলর ছিলেন তখন বিজয় সাউ ১৬ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন।তাদের সম্পর্ক নিয়ে চর্চাও ছিল।ওয়ার্ডের কিছু অনৈতিক কাজ নিয়ে বিজয়ের সঙ্গে মনোমালিন্য হয় কাউন্সিলরের। সম্ভবত সেই কারনের জন্যই আত্মহত্যা করেন রমা নাথ।
