‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো শ্রীরামপুরে।
‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো শ্রীরামপুরে। বিগত বেশ কয়েক দিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য জাঁকিয়ে ধরেছে বঙ্গ রাজনীতিকে।তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে উত্তাল হয়েছে শ্রীরামপুর রাজনীতি। ভোটের পর বিভিন্ন জায়গায় ছেড়ে যাওয়া নেতা-কর্মীদের পুনরায় দলে ফেরানো একেবারেই মেনে নিতে পারেননি শ্রীরামপুরের সাংসদ। কখনো কবিতার মাধ্যমে, আবার কখনো রসিকতার মাধ্যমে কটাক্ষ করেছেন দলে ফেরানোর সিদ্ধান্তকে। অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার মডেল নিয়ে মন্তব্য করে বসেন কল্যাণ। “মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে নেতা বলে মানিনা” এই ধরনের মন্তব্যের পাশাপাশি বিরোধিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয় কেন্দ্র করেই এবার শ্রীরামপুর অঞ্চল জুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো। কোথাও ‘অ-কল্যাণ’, আবার কোথাও ‘তোলাবাজ’, ‘চরিত্রহীন’ বলে কটাক্ষ করা হয়েছে ৩ বারের সাংসদকে।কার্যত শ্রীরামপুর তথা বঙ্গ রাজনীতিকে আরো বেশি উত্তপ্ত করেছে এই পোস্টার।