শ্রীরামপুর স্টেডিয়ামের পুনর্নির্মাণ নিয়ে তৎপর শ্রীরামপুর পৌরসভা।
বহু প্রাচীন শ্রীরামপুরের স্টেডিয়াম একসময় শ্রীরামপুরের ঐতিহ্য ছিল। তবে কাল ক্রমে ক্ষয় ধরেছে স্টেডিয়ামে।পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীরামপুর স্টেডিয়াম।ভেঙে পড়েছে গ্যালারি,কোনো কোনো পাঁচিল ভেঙে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে। পর্যাপ্ত পরিচর্যার অভাবে ক্ষতি হচ্ছে মাঠের।কার্যত দুষ্কর হয়ে উঠেছে খেলাধুলা।তাই এবার স্টেডিয়াম পুনর্নির্মাণে প্রস্তুত হচ্ছে শ্রীরামপুর পৌরসভা। সোমবার পৌর প্রশাসক গৌরমোহন দে এবং এসডিও সম্রাট চক্রবর্তী একটি মিটিংয়ের আয়োজন করেন। যার দরুণ নতুন আশা দেখছেন শ্রীরামপুরবাসী।২কোটি ২৮ লক্ষ টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করতে চাইছেন প্রশাসন।সেই কারণে দুপক্ষের তরফ থেকে আবেদন করার চেষ্টা চলছে। তাদের দাবি, কল্যাণী স্টেডিয়ামের মত শ্রীরামপুর স্টেডিয়ামেও আগামী দিনে বড় বড় টুর্নামেন্ট হোক। আবারো নতুন করে সেজে উঠুক শ্রীরামপুর স্টেডিয়াম সেই আশাতেই দিন গুনছেন শ্রীরামপুরের ক্রীড়াপ্রেমীরা।