সংবাদমাধ্যমে ফের শোকের ছায়া।
করোনার বাড় বাড়ন্ত, করোনার দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে।বেলাগাম এই করোনা সংক্রমণে বাঁধ মানছে না মৃত্যু মিছিল।আর এই সংক্রমণের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ।সে ডাক্তার হোক কিংবা ব্যবসায়ী।এমনকি এই করোনার হাত থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিকরাও।সাংবাদ মাধ্যমে ক্রমশ নেমে আসছে শোকের ছায়া।সাংবাদিক অলোক ঘোষের পর এবার করোনা কেড়ে নিল আরো এক সাংবাদিকের প্রাণ।প্রয়াত হলেন ব্যারাকপুর প্রেস ক্লাব ও অল ইন্ডিয়া জার্নালিস্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক উদয় বসু।সংবাদমাধ্যম হারালো স্বতঃফূর্ত এবং সক্রিয় এক সাংবাদিককে।কোভিড-এ আক্রান্ত হয়েছিলেন তিনি।চিকিৎসাধীন থাকলেও শেষ রক্ষা হল না।বুধবার সকালে পরলোক গমন করলেন তিনি।চলে গেলেন না ফেরার দেশে।একজন দক্ষ সংগঠক, সর্বোপরি শিল্পীসত্ত্বা সংলগ্ন উদয় বসু ছিলেন কর্মঠ ও সংবেদনশীল।’আজকাল’ পত্রিকার প্রবীণ সাংবাদিক ছিলেন।গত ১৫ দিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল দুই সাংবাদিকের।প্রবীণ সাংবাদিক উদয় বসুর আত্মার শান্তি কামনায় বর্তমান সময়।