আজ থেকে ২৫ বছর পূর্বে কোন এক অজানা প্রান্ত থেকে পাড়ি দিয়ে এক অসহায় মা এসেছিলেন বাঁকুড়া জেলার সোনামুখী থানার রাধামোহন পুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনি মার্কেটে, মার্কেটের সকলেই তার কাছে নাম পরিচয় জানতে চাইল, সেই সময় ওই অসহায় মা কোন সদর উত্তর দিতে পারেনি, তারপর মার্কেটের লোকজনই তাকে স্থান দেয় মার্কেটের এক প্রান্তে। মার্কেটের সকল ব্যবসায়ী তাকে মায়ের চোখে দেখতো ভালোবেসে সকলেই ডাকতো “মাসি” বলে মাসিও কর্তব্যপরায়ণ নিষ্ঠার সাথে কোন রকম পারিশ্রমিক ছাড়াই নিত্যানন্দপুর মিনি মার্কেটের প্রত্যেকটা প্রান্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতেন। মাসির খাওয়া-দাওয়া জামা কাপড় অসুস্থতা সময় তার পাশে দাঁড়ানো সমস্ত কিছুই করতো বাজার কমিটির সদস্যরা । তবে মঙ্গলবার সকালে দীর্ঘ ২৫ বছরের মায়া ভালবাসা কাটিয়ে বার্ধক্য জনিত অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে ইহো লোক ছেড়ে পরলোকে গমন করলেন সকলের প্রিয় “মাসি” একদিকে যেমন সকলের মন খারাপ প্রান্ত চোখের কোনে জল অন্যদিকে মাসির বিদায় বেলায় ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে মাসিকে চির বিদায় জানানো হলো বাজার কমিটির পক্ষ থেকে । এমনকি শেষ বেলায় মাসির মুখাগ্নি করলেন বাজার কমিটির সদস্যরা