সকাল সকাল রেল অবরোধ কৃষ্ণনগর রানাঘাট শাখার জালালখালি হল্ট স্টেশনে।
সোমবার সকাল থেকেই কৃষ্ণনগর রানাঘাট শাখার জালালখালি হল্ট স্টেশনে যাত্রীদের রেল অবরোধ। নিত্যযাত্রীদের দাবি, সমস্ত লোকাল ট্রেন স্টপেজ দিতে হবে। মূলত এই দাবি নিয়ে সকাল থেকে অবরোধ করেছে নিত্যযাত্রীরা।আটকে পড়েছে ডাউন কৃষ্ণনগর লোকাল। রানাঘাট থেকে কৃষ্ণনগর লালগোলা যাওয়ার সমস্ত ট্রেন বন্ধ অবরোধের ফলে হয়রানি যাত্রীদের।