ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালালে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা এড়ানো যায় । কিভাবে দুর্ঘটনা এড়াবেন গাড়ি চালানোর সময় কি কি নিয়ম মেনে চলা উচিত, চালক ও আরোহীদের এ সম্পর্কে সচেতনতা বাড়াতে কয়েক বছর আগেই সরকারের পক্ষ থেকে “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি চালু করা হয়েছে । এই কর্মসূচির ফলে দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনের দাবি । রবিবার সেই লক্ষ্যে-ই পাণ্ডবেশ্বর ট্রাফিক ও পাণ্ডবেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে সচেতনতা কর্মসূচি পালন করা হলো পাণ্ডবেশ্বর ষ্টেশন রোড থেকে একটি সচেতনতার বাইক রেলি করা হয়। বাইক রেলিটি সমগ্র পাণ্ডবেশ্বর পরিক্রমা করে।উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানার আধিকারিক রবীন্দ্রনাথ দলুই, ও ট্রাফিক ওসি শিবনন্দন দুবে থানার অন্যান্য আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ারা। এইদিন এই বাইক র‍্যালির মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − thirteen =