আসল দোষীরা ধরা পড়ুক, সঞ্জয় রায়ের ফাঁসি আপাতত চাই না, হাইকোর্টে বলল নির্যাতিতার পরিবার। কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার শুনানিতে খুনি সঞ্জয় রায়ের ফাঁসির সাজা তাঁরা এখনই চাইছেন না বলে জানালেন নির্যাতিতার বাবা মা। এদিন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলার শুনানিতে সঞ্জয়ের রায়ের ফাঁসির দাবি রাজ্য সরকারের মামলা গ্রহণযোগ্য বলে দাবি করেন রাজ্যের আইনজীবী। ওদিকে আদালতের তরফে জানানো হয়েছে, এই মামলায় সঞ্জয় রায়ের প্রতিনিধিত্ব করবে লিগাল এইড।

এদিন শুনানি শেষে নির্যাতিতার বাবা বলেন, আমরা আদালতকে জানিয়েছি এই মামলায় কে কী আবেদন করেছে আমরা জানি না। আইন মেনে আমাদের কিছু জানানো হয়নি। আমাদের দাবি প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠরোতম শাস্তি দেওয়া হোক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − one =