আরজি কর কাণ্ডে ২ স্বাস্থ্য কর্তা সহ কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিল রাজ্য সরকার। পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুনিয়র ডাক্তারদের সঙ্গে ম্যারাথন বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুখেন্দুশেখর রায়ের। তিনি লেখেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের চাপ। আর সেই আন্দোলনের চাপে শেষপর্যন্ত জোড়া দাবি পূরণ হল। সত্যমেব জয়তে। সবার মতো আমিও খুশি।
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির আগের দিন গতকাল কালীঘাটে ৫ ঘণ্টার বৈঠকে অধিকাংশ দাবি মানলেন মুখ্যমন্ত্রী। কার্যকরী হলে তবেই কাজে ফিরবেন বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের চারটি দাবি মেনে নেওয়া হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।