সদ‍্যোযাত শিশু কন্যার গায়ে রং কালো দেখে শ্বাসরোধ করে খুন বাবার, গ্রেফতার বাবা

সদ‍্যোযাত শিশু কন্যার গায়ে রং কালো দেখে শ্বাসরোধ করে খুন বাবার, গ্রেফতার বাবা

পরপর তিনটি কন্যা,সন্তান মাশুল দিতে হলো সদ্যোজাতকে শিশু কন্যাকে

বসিরহাটের বাদুড়িয়া থানা পশ্চিম নাটুরিয়া গ্রামে। জানা যায় সোমবার কুড়ি তারিখ রাত্রিবেলা তোমার নামে এক গৃহবধূ একটি কন্যা সন্তান জন্ম দেয় ,সদ‍্যোযাত শিশু কন্যার গায়ে রং কালো হওয়ায় সহ্য করতে না পেরে ঘুমন্ত অবস্থায় আজ সকাল বেলায় শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। জানা যায় অভিযুক্ত বাবার নাম রুহুল‌ আমিন সরদার বয়স আনুমানিক ৪০,অভিযোগ যখন শিশু কন্যার মা ঘর থেকে বাইরে যায় সেই সময় ঘুমন্ত শিশু কন্যাকে মেরে দেয় তার বাবা ,পিসিসহ ,ঠাকুমা এমনটাই অভিযোগ। জানা যায় পিসি আর জিনা বিবি, ও ঠাকুমার নাম রিজিয়া বিবি। ইতিমধ্যেই গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শিশুকন্যাকে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই স্থানীয় বাসিন্দারা বাদুড়িয়া থানার পুলিশকেখবর দে পুলিশ এসে বাবা রুহুল আমিন মন্ডলকে পুলিশের হাতে তুলে দেয়। তবে দুই অভিযুক্ত পিসি ও ঠাকুরমা পলাতক তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ত শিশু কন্যার মা ও স্থানীয় গ্রামবাসীরা বাবা রুহুল আমিন ঠাকুরমা ও পিসিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =