সদ্য পদ্মফুল ছেড়ে ঘাসফুলে অর্জুন, কেন্দ্রীয় নিরাপত্তা থাকবে তো?

সদ্য পদ্মফুল ছেড়ে ঘাসফুলে অর্জুন, কেন্দ্রীয় নিরাপত্তা থাকবে তো?

রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।১৯৯৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন।মাঝখানে ২০১৯ লোকসভা ভোটের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি পার্টির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে মনোনীত হন। ৩ বছর বিজেপিতে থাকার পর বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তিনি দল পরিবর্তন করতে পারেন। গতকাল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তার বাসভবন এলাকা থেকে সমস্ত বিজেপির পতাকা সরিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দেওয়া হয়।এই মুহূর্তে অর্জুন সিং এর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী মোতায়েন রয়েছে।এখন দেখার আর কতদিন এই কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী মোতায়েন থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + twelve =