সদ‍্য শুরু হয়েছিল কেরিয়ার,মডেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নাগেরবাজারে।

সদ‍্য শুরু হয়েছিল কেরিয়ার,মডেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নাগেরবাজারে।

পল্লবী দে-র পর মৃত্যু আরো এক মডেলের। নিজের ফ্ল্যাট থেকে ২১ বছর বয়সী মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ সূত্রের খবর, দমদম নাগেরবাজার রামগড় কলোনি এলাকায় আবাসনের তিন তলায় ঘর ভাড়া নিয়ে থাকতেন উঠতি মডেল বিদিশা দে মজুমদার।এদিন রাতে আবাসনে তার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে দমদম নাগেরবাজার থানার পুলিশ। ফ্ল‍্যাটের অন্যান্য সদস্যরা বারংবার ডাকাডাকি করলেও দরজা না খোলায় সন্দেহ হয় ফ্ল্যাটের বাসিন্দাদের এরপরেরই খবর দেওয়া হয় নাগেরবাজার থানায়।নাগের বাজার থানার পুলিশ এসে দরজা ভেঙে দেখতে পায় বিদিশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে ২১ বছর বয়সী মডেল বিদিশা সত্যিই আত্মহত্যা করেছে নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য রয়েছে,গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।পুলিশ তদন্ত করে দেখছে তার মোবাইলের কললিস্ট।মৃত্যুর আগে কার কার সাথে বিদিশা কথা বলেছে সেটাও খতিয়ে দেখছে নাগের বাজার থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − three =