সন্তানের প্রাণ বাঁচাতে চিতা বাঘের সাথে লড়াই
সন্তানকে বাঁচাতে চিতা বাঘের সাথে লড়াই। শেষমেষ সন্তানকে রক্ষা করলেও চিতা বাঘের হামলায় গুরুতর জখম হলেন বাবা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা মডেল ভিলেজ এলাকায়।ছেলের প্রাণ বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখে চিতাবাঘের সামনে ঝাঁপিয়ে পড়লেন সুরজ লোহারা নামে এক ব্যক্তি। আহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যাচ্ছে বামনডাঙ্গার হাতি লাইনের বাসিন্দা সুরজ লোহারা সাইকেলে চেপে ছেলেকে নিয়ে নাগরাকাটা থেকে বাড়ি ফিরছিলেন। প্রায় বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল সে, এমন সময় আচমকাই পেছন থেকে হামলা চালায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।চিতাবাঘের হানায় জখম হন সুরজ। নিজে জখম হলেও ৫ বছরের ছেলে অনুষের প্রাণ বাঁচাতে আহত অবস্থায় চিতাবাঘের সঙ্গে লড়াই শুরু করেন ওই ব্যক্তি। বেশ কয়েক মিনিট ধরে চলে মানুষে- চিতাবাঘে সংঘর্ষ। কার্যত লড়াই হার মেনে এলাকা ছেড়ে পালায় চিতাবাঘ। ইতিমধ্যে খবর পৌঁছে যায় এলাকায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর জখম অবস্থায় সুরজকে বাগানের হাসপাতালে ভর্তি করেন তারা। পরবর্তীতে তাকে সেখান থেকে তাঁকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা। হাসপাতাল সূত্রে খবর আহত ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে ঘটনার জেরে ব্যাপক আতঙ্কে রয়েছেন বামনডাঙ্গা মডেল ভিলেজ এলাকার বাসিন্দারা।