সবজি বাজারের ভিড়ের সুযোগে মোবাইল হাতাতে গিয়ে ধৃত যুবক, হাতেনাতে ধরে বেঁধে রাখলেন ক্ষুব্ধ জনতা
মেদিনীপুর শহরে রাজা বাজার এলাকায় সবজি বাজারে ভিড় এর সুযোগে একের পর এক মোবাইল চুরি যুবকের। হাতেনাতে ধরে খুঁটিতে বেঁধে রাখলেন স্থানীয়রা। তার কাছ থেকে উদ্ধার হল চারটি মোবাইল। ধৃত যুবক খড়্গপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বাজারের বাসিন্দারা জানাচ্ছেন ,শুক্রবার বেলা সাড়ে দশটার পর বাজার করার সময় এক ব্যক্তি তার মোবাইল চুরি হওয়ার সময় হাতেনাতে ধরে ফেলেন ওই যুবককে। পালানোর চেষ্টা করলে অন্যান্যরা গিয়ে তাকে আটকে পরীক্ষা করলে পর পর আরও চারটি মোবাইল উদ্ধার হয়। এরপর তাকে বাজার সংলগ্ন এলাকায় বেঁধে রাখা হয়। খবর দেওয়া হয় কতোয়ালী থানার পুলিশকে। পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।
