সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে কোচবিহারে অভিনব ভাইফোঁটা ।

সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার লক্ষ্যে কোচবিহারে অভিনব ভাইফোঁটা ।

কোচবিহারে রাজ আমলের প্রাচীন গাছে ফোঁটা দিয়ে এক অভিনব ভাইফোঁটা উৎসবের আয়োজন করল কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংগঠন।শনিবার কোচবিহার শহরের স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় এই ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়। রাজ আমলের প্রাচীন তল্লী গাছটিকে সাজিয়ে গাছকে ফোঁটা দিলো বোনেরা। গাছে ফোঁটার মধ্য দিয়ে সবুজায়ন রক্ষার এক অভিনব বার্তা তুলে ধরলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। সবুজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং সবুজের দীর্ঘায়ু কামনায় এই গাছ ফোঁটার আয়োজন। এদিন ভাই ফোঁটা উপলক্ষ‍্যে মিষ্টি মুখের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পথ চলতি মানুষদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন সংস্থার সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + eleven =