সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে স্কুল থেকে পড়ুয়াদের,সেই সাইকেল নিয়ে স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা।
গ্রামের রাস্তা এতটাই খারাপ।জমা জলে মাটির রাস্তা পিচ্ছিল হয়ে বিপদ জনক হয়ে রয়েছে। গ্রামের মানুষ জন রাস্তায় ধান বসিয়ে প্রতিবাদ। ঘটনাটি হুগলির গোঘাট দু’নম্বর ব্লকের কুমারগঞ্জ পঞ্চায়েতের কমলা এলাকায়। রাস্তা নিয়ে বিক্ষোভ।রাস্তায় ধান রোপন করেন গ্রামবাসিরা।তাদের অভিযোগ রাস্তার এমন বেহাল অবস্থা দীর্ঘদিন।স্থানীয় প্রশাসন কে বলেও কোনো লাভ হয় না।বর্ষাকালে অবস্থা আরো খারাপ হয়েছে রোগির জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। তাই তারা রাস্তায় বীজ রোপন করে দেখালেন।
