জানা গেছে গতকাল পরি বহন দপ্তর থেকে বিভিন্ন অটোস্ট্যান্ডে অটোগুলোর বৈধ কাগজ আছে কিনা সেগুলো তল্লাশি চলছিল সেই সময় কিছু অটো চালকরা বলেন অবৈধভাবে যে টোটো চলছে তার কি হবে এই নিয়েই ক্ষেপে উঠে টোটো চালকরা দু পক্ষের মধ্যে ব্যাপক বচসা থেকে হাতাহাতিও হয় এরপরে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়। আজ বেলা বারোটার পর মহকুমা শাসকের দপ্তরে আলোচনার জন্য ডাকা হয়েছে দুপক্ষকে। কল্যাণী শহরে একাধিক অফিস , মেডিকেল কলেজ সহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সকাল থেকেই স্টেশনে ট্রেন থেকে নেমে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা কোন কিছু না পেয়ে হেটে হেঁটে যাচ্ছেন কেউবা স্বল্প সংখ্যক রয়েছে বাস তার মধ্যেই কোনরকমে চেপে গন্তব্যে যাওয়ার চেষ্টা।