সম্পত্তির লোভে শশুরকে পিটিয়ে মারার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে।

সম্পত্তির লোভে শশুরকে পিটিয়ে মারার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। মোহনপুর থানায় অভিযোগ দায়ার।

জাফরপুর চালবাজারের বাসিন্দা শেখ আজগার আলী বাড়ি থেকে কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন সেই সময় জামাই শাহিদ আলী ও তার স্ত্রী তারিনা বিবি আজগার আলীকে মারতে শুরু করে ইট রড সব দিয়ে ই মারধর করে ঘটনাস্থলে মৃত্যু হয় আজকার আলীর পরিবারের লোকের অভিযোগ দীর্ঘদিন ধরে সম্পত্তি কারণে শাহিদ আলী ও তার স্ত্রী শাড়ি না বিবি ঝামেলা করত যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিত না দেওয়াই আজ শশুরকে পিটিয়ে মারলো জামাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 4 =