সম্প্রতি বাঁকুড়া ও হাওড়াতে বিষমদের পর দক্ষিণ ২৪ পরগনায় চলছে অবৈধ চোলাই তৈরী।
তৈরি হচ্ছে অবৈধ চোলাই হেলদোল নেই প্রশাসনের।
এলাকার বাসীন্দারা জানান, রাজ্যে বিষ মদ কান্ডে মৃত্যু হলেও গঙ্গাসাগরে দিব্যি চলছে চোলাই মদ তৈরী। এরই জেরে নিত্যদিন এলাকায় লেগে রয়েছে ঝামেলা। চোলাই খেয়ে মদ্যপ ব্যক্তিরা এলাকায় অশান্তি করে প্রায় সময়।
অন্যদিকে এই ঘটনায় গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল জানায়, দীর্ঘদিন ধরে আদিবাসী পাড়ায় মদ তৈরির কাজ চলছে অবিলম্বে যাতে তা বন্ধ করা যায় সে বিষয়ে প্রশাসন নজর রাখছে।
অবশ্য আদিবাসী পাড়ার চোলাই মদ প্রস্তুতকারীরা জানায়, দীর্ঘদিন ধরে তারা ধর্মীয় রীতি মেনেই চোলাই মদ তৈরি করছে। কারণ ধর্মীয়ভাবে পুজো করতে গেলে তাদের চোলাই মদ এর প্রয়োজন পড়ে দাবী করেন।তাই আদিবাসী পাড়াতে রীতি মেনে চলে চোলাই মদ তৈরি।
অন্যদিকে সম্প্রতি রাজ্যে একের পর এক বিষ মদ কান্ডে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের তারপরও গঙ্গাসাগরে চোলাই মদ তৈরির ঘটনা প্রশ্ন তুলছে প্রশাসনের ভূমিকা নিয়ে।