সরকারি উদ্যোগে পাট্টা প্রদান অনুষ্ঠান,পাট্টা পেয়ে খুশি বাসিন্দারা

দীর্ঘদিন থেকে খাস জমিতে বসবাসকারী মানুষদের দুশ্চিন্তা দূর হল সরকারি উদ্যোগে হাতে তুলে দেওয়া হল পাট্টা। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতি ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে ধূপগুড়ি বিডিও অফিসের জলঢাকা ভবনে পাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, সহ সভাপতি দুলালী ভগৎ, বিডিও শঙ্খদীপ দাস, বি,এল,আর,ও জয়দীপ ঘোষ রায় সহ অন্যান্য অধিকারীর ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা। এদিন মোট ৯১ জনের হাতে জমির পাট্টা ও চারা গাছ তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বসবাসকারী জমি ও কৃষিজমির পাট্টা না থাকায় দুশ্চিন্তায় ছিল বাসিন্দারা অবশেষে সরকারি উদ্যোগে হাতে পাট্টা পেয়ে খুশি বাসিন্দারা।এবিষয়ে বি,এল,আর,ও জয়দীপ ঘোষ রায় বলেন,ব্লকের গ্রামীণ এলাকার ৯ টি অঞ্চলের ৯১ জনের হাতে আজ পাট্টা তুলে দেওয়া হয়েছে। বাস্তু জমি ও কৃষি জমি মিলিয়ে মোট ৩০ একর ৯৪ জমির পাট্টা প্রদান করা হয়েছে।খুব শীঘ্রই বাদবাকি জমির পাট্টা তৈরি করে বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 13 =