সরকারি কর্মীদের সহায়তায় সিন্ডিকেট রাজ চলছে,সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যপাল।
সিন্ডিকেট রাজ ও মাফিয়া রাজ যেন সমান্তরাল সরকার চালাচ্ছে।
বর্ধমানে সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।”সংবাদ মাধ্যমের কর্মীরা নির্ভয়ে সত্যকে সামনে আনুন।এই রাজ্য এখন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে।” পাশাপাশি তিনি বলেন,
“ডায়মন্ড হারবার কি দেশের বাইরে?ওটা কি কারো ব্যক্তিগত জায়গীর? ওখানে গিয়ে আমি খুশি হইনি। জেলাশাসক সম্ভবত উপরের নির্দেশ না জেনেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।”সোমবার বর্ধমানে সাংবাদিক সম্মেলনে বললেন রাজ্যপাল। এদিন তিনি প্রথমে বর্ধমানের একশো আট শিব মন্দিরে পুজো দেন।এরপর সস্ত্রীক রাজ্যপাল যান সর্বমঙ্গলা মন্দিরে।সেখানেও তাঁরা পুজো দেন।এরপর বর্ধমান সার্কিট হাউসে সাংবাদিককদের মুখোমুখি হয়ে বর্ধমানের ঐতিহ্য ও কৃষ্টির প্রশংসা করেন। তিনি বলেন ,”আমি সংবিধানকে রক্ষা করি।” আমফানে ত্রাণ নিয়ে সারা রাজ্যের পাশাপাশি বর্ধমানেও দুর্নীতি হয়েছে বলে জানান রাজ্যপাল।