সরকারি চাকরি পাওয়ার অপরাধ, স্ত্রীর হাত কাটলো স্বামী

সরকারি চাকরি পাওয়ার অপরাধ, স্ত্রীর হাত কাটলো স্বামী

গৃহবধূ একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করছিলেন। এখন তিনি সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিছুদিনের মধ্যেই তার নার্স পদে সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা। কিন্তু ‘বেকার’ স্বামীর ধারণা হয় চাকরি করতে গেলে স্ত্রী তার ‘হাতছাড়া’ হয়ে যাবে। এজন্য ওই চাকরিতে ঘোরতর আপত্তি জানিয়ে আসছিলেন স্বামী ও সদস্যরা। বধূ তা মানতে পারছিলেন না। স্বামীর আপত্তি না মানায় বধূর পরিনতি হল ভয়াবহ। স্ত্রী যাতে আর কোনওদিন চাকরিই না করতে পারেন তার জন্য তার হাত কেটে নিল স্বামী। নৃশংস এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। জখম ওই গৃহবধূ রেণু খাতুনের অবস্থা এখন আশঙ্কাজনক। তার ডানহাতের কব্জি থেকে বাকি বিছিন্ন হয়ে গিয়েছে। অভিযুক্ত স্বামী শের মহম্মদ শেখ ওরফে সরিফুল শেখ ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + seven =