সরকারি প্রকল্পের টাকা না পেয়ে ব্যাংকে বিক্ষোভ গ্রাহকদের।
বসিরহাট মহকুমার মাটিয়া থানার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের সামনে শতাধিক গ্রাহকদের বিক্ষোভ।ঝুলিয়ে দেওয়া হল তালা।বৃহস্পতিবার দুপুর বেলা ব্যাংকের সামনে শতাধিক ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রবীণ মানুষেরা বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রূপশ্রী, কন্যাশ্রীর টাকা পাচ্ছেন না, অন্যদিকে বিধবা এবং বার্ধক্য ভাতা এমনকি পেনশনের টাকা নিয়েও টাল বাহানা করছে ব্যাংক।গ্রাহকদের ব্যাংকে গিয়েও ফিরে আসতে হচ্ছে।এমনকি ব্যাংক কর্তৃপক্ষের কাছে তাদের হেনস্তার শিকার হতে হয়েছে।ব্যাংক কর্তৃপক্ষ দ্বিচারিতা করছে গ্রাহকদের সাথে।স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিধবা,বার্ধক্য ভাতা এমনকি মাসের শেষে পেনশন নিতে গিয়েও সমস্যায় পরতে হচ্ছে বয়স্ক মানুষদের।তাই রাগে ,ক্ষোভে এদিন ব্যাংকে তালা লাগিয়ে দিলেন গ্রাহকরা।এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।