সরকারি রাস্তা তৈরির সামগ্রী চুরি করতে গিয়ে ধরা পড়লো দুর্গাপুরের বিজেপি বিধায়কের ভাইপো।
রাস্তা তৈরীর পাথর সহ সামগ্রী চুরির অভিযোগ উঠলো পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম বিধান সভার বিধায়ক লক্ষ্মণ ঘোরুই এর ভাইপো’র বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কাঁকসা থানার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের বাবনাবেড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসী চুরি করার সময় বিধায়কের ভাইপো হৃদয় ঘোড়ুই’কে আটকে রাখে। এলাকাবাসী’র অভিযোগ, রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের রাস্তা তৈরির সামগ্রী চুরি করছিলো হৃদয় ঘোড়ুই। অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নেয়। তৃণমূলের অভিযোগ, এর আগেও ওই বিজেপি বিধায়কের আর এক ভাইপো সহদেব ঘোড়ুই এলাকার এক নাবালিকা’কে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই অভিযুক্ত ভাইপো বর্তমানে পলাতক। এর পরেই ফের এদিন অপর ভাইপোর নামে সরকারি সামগ্রি চুরির অভিযোগ উঠলো। যদিও বিজেপির দাবি, এই ঘটনাটি তৃণমূল চক্রান্ত করে ঘটিয়েছে।
