একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল অপর প্রাইভেট গাড়িটি গোদরেজ ওয়াটার সাইড এর দিক থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট,গাড়ি গ্রিন সিগন্যাল ছিল সেই কারণে সিগন্যাল পার হচ্ছিল কিন্তু উইপ্রো দিক থেকে আসা নিউটাউন গামি প্রাইভেট গাড়িটি সিগন্যাল না মেনে যখন দ্রুতগতিতে যাচ্ছিল সেই সময় গোদরেজ ওয়াটার সাইড এর দিক থেকে আসা গাড়িটির মাঝখানে ধাক্কা মারে সেই গাড়ির মধ্যে ছিল একজন বয়স্ক মহিলা তার মাথা ফেটে যায় এছাড়া দুজন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মী তারা আহত হয়। তাদের প্রত্যেককে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে নব দিগন্ত ট্রাফিক গার্ডের পুলিশ এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে তারা।