বিধানসভায় মেলেনি একটিও আসন।নেই কোনও বিধায়ক।তবে পঞ্চায়েত ভোটে ঘুরে দাঁড়াতে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বামেরা।এরইমধ্যে এবার সাঁকরাইল ব্লকে শ্যামাপ্রসন্ন কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো বামেরা।বামেদের দাবি,সমবায় সমিতির ৬৪টি ডেলিগেটস আসনেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।অন্য কোনও রাজনৈতিক দল বিশেষ করে শাসকদল তৃণমূল কোনও প্রার্থী দিতে পারেনি। তবে ইতিমধ্যেই আবার ভোট পক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ঘাস ফুল শিবির।সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের দাবি, তৃণমূলকে অন্ধকারে রেখে কোনও নোটিশ না দিয়ে নির্বাচন করা হয়েছে ওই সমবায়ে। এ ব্যাপারে শীঘ্রই দলের তরফে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে জয়ের পর এদিন লাল আবির নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা যায় এলাকার বাম-কর্মী সমর্থকদের।বামেদের দাবি, রাজ্য সরকারের সমবায় বিরোধী নীতির বিরুদ্ধে আওয়াজ তোলারই প্রতিফলন তাদের এই জয়।