হাওড়ার সাঁতরাগাছি জিআরপির থানার অন্তর্গত জাপানি রেল ব্রিজের নিচে গাছের ঝোপে যুবকের দেহ উদ্ধার।যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।এটি খুন না দুর্ঘটনা তদন্ত করে দেখছে সাঁতরাগাছি জিআরপি এবং দাসনগর থানার পুলিশ।সকালে লাইনের পাশে গাছের ঝোপে দেহটিকে দেখতে পেয়ে এলাকার মানুষ। খবর দেয় পুলিশকে।এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। চাঞ্চল ছড়িয়েছে ওই এলাকায়। ময়নাতদন্তের জন্য দাসনগর থানার পুলিশ দেহটিকে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টার উপর পড়েছিল দেহটি।