সাঁতরাগাছি ব্রিজের ওপর সরকারি বাসে ভয়াবহ আগুন
বন্ধ কোনা এক্সপ্রেসওয়ের যান চলাচল, অভিষেক ব্যানার্জী এই রাস্তা দিয়ে যাবার কথা । ধোঁয়া বেরোচ্ছে দেখে বাসের যাত্রী আগেভাগেই বাস থেকে নেমে পড়ে। ড্রাইভার কন্টাকটার বেগতিক বুঝে বাসটিকে সাঁতরাগাছি ব্রিজের উপর দাঁড় করিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণ করে আগুন। এই ঘটনার ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় কোনা এক্সপ্রেসওয়ে । বাসটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে যানজট মুক্ত করার জন্য। প্রাথমিকভাবে জগাছা থানার পুলিশ এবং সাঁতরাগাছির ট্রাফিক পুলিশ আগুন নেভানোর কাজে সাহায্য করে।