সাংবাদিক স্বামীর ব্যস্ততায় ক্ষুব্ধ সদ্যবিবাহিতা, জীবনসঙ্গীর পাশাপাশি এবার কর্মক্ষেত্রেও সঙ্গী স্ত্রী।
সাংবাদিকদের জীবনে সময় এবং ছুটি কোনটাই নির্দিষ্ট নয়।সদ্য বিয়ে করেছেন নদিয়ার সাংবাদিক সুরজিৎ দাস এবং কৃষ্ণনগরের কুহেলি।সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া দুজন দুজনকে। এরপর দু’মাসের প্রেম পরিণতি পেল।নতুন জীবন, কোথায় একসাথে একান্তে দুজনে সময় কাটাবেন তার উপায় কি! স্বামী যে সাংবাদিক।বিয়ের পরপরই নদিয়ার হাঁসখালির ঘটনা। নদীয়ার সাংবাদিক হয়ে সুরজিৎকে তাই মাটি আঁকড়ে পড়ে থাকতে হয় হাঁসখালিতে। একের পর এক ঘটনার প্রেক্ষিতে তার উপর স্বামী সারাক্ষণ ব্যস্ত থাকেন। আর স্বামীর এই ব্যস্ততায় সদ্যবিবাহিতার মুখ ভার। অভিমানী স্ত্রীর চোখের জল এড়ায়নি সাংবাদিক স্বামীর।এরপরেই স্ত্রীর চোখের জল মোছাতে অভিনব পন্থা নেন সাংবাদিক স্বামী।যেমনি ভাবা তেমনই কাজ। বুম,ক্যামেরার পাশাপাশি সাংবাদিক সুরজিতের সঙ্গী স্ত্রী কুহেলি।
সাংবাদিক সুরজিতের কথায়, “কাজের জন্য মানসিক দূরত্ব বাড়ছিল।এরপরেই সিদ্ধান্ত নিই ওঁকে সঙ্গে নিয়ে যাব।”
হাঁসখালির ঘটনায় রিপোর্টিংয়ে ব্যস্ত সুরজিতের ক্যামেরাম্যান এখন স্ত্রী কুহেলি।স্বামীর সঙ্গ পেতে বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্রী ধীরে ধীরে হাত পাকাচ্ছেন সাংবাদিকতায়। স্ত্রীর সাংবাদিকতায় আপত্তি নেই সুরজিতের। সুরজিতের কথায়,” ও থাকলে আমি কাজে ভরসা পাই।তাই অফিস থেকে বাধা আসেনা।”
সাংবাদিকতার জীবনেও যে সম্পর্কে এবং কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখা যায় , সাংবাদিক সুরজিতের লাইফ স্টাইল দেখে আপ্লুত নেটিজেনরা।
