সাংবিধানিক সংকট দেখা দেবে রাজ্যে,চায়ে পে চর্চায় এসে দাবী করলেন অর্জুন সিংহ।

সাংবিধানিক সংকট দেখা দেবে রাজ্যে,চায়ে পে চর্চায় এসে দাবী করলেন অর্জুন সিংহ।

রবিবার মধ‍্যমগ্রামে চায়ে পে চর্চা তে এসে এমনই দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং।তিনি আরও বললেন,২৬-২৭ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন জানুয়ারি মাসেই।আরো বিধায়ক তৃণমূল দলত্যাগ করবেন দফায় দফায়।আর মার্চ মাসের মধ্যেই সম্পূর্ণ সাংবিধানিক সংকট তৈরী হবে রাজ্যে।অভিষেক বন্দোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আগাগোড়া আক্রমণ করে অর্জুন সিংহ বলেন,অভিষেক বন্দোপাধ্যায় অভিযুক্ত বিনয় মিশ্রর মাধ্যমে বিদেশে মূলত থাইল্যান্ডে প্রভূত সম্পত্তি জমা করেছেন বেআইনিভাবে।মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্তের বিষয়ে অভিষেকের নাম আবারও জড়িয়ে তিনি বলেন,বিজেপিকে জানালে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর সুরক্ষার বার্তা জনিত আবেদন করা হবে।মুখ্যমন্ত্রী খুন হলে অভিষেক সহানুভূতির ভোট পাক বিজেপি তা চায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + ten =