অত্যাধুনিক প্রযুক্তির দুনিয়ায় বর্তমান প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে পড়েছে। ফেসবুক, হোয়াটস এপ, টুইটার নিয়ে মগ্ন স্কুল ও কলেজ পড়ুয়ারা। কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে সাইবার ক্রাইম। তাই অনলাইন থেকে দূরে থাকতে মঙ্গলবার ভাটপাড়া থানায় স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। সোশ্যাল মিডিয়া নিয়ে স্কুল-কলেজ পড়ুয়াদের সতর্ক থাকার পরামর্শ দিলেন পুলিশ অধিকারিকরা। উক্ত সচেতনতা শিবিরে হাজির ছিলেন ভাটপাড়া থানার মেজ বাবু সুকুমার ভৌমিক ও এস এই রথতলা ফিঙেপাড়া গার্লস হাই স্কুলের শিক্ষিকা শীলা ভট্টাচার্য, সুজাতা নিয়োগী ও সংগীতা পাল সরকার।