শুক্রবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে আয়োজন করা হয় কর্মশালার।
উপস্থিত ছিলেন,এস ডি পি ও কালিয়াচক সম্ভব জৈন, সাইবার ক্রাইম থানার আইসি দীপক কুমার দাস সহ বিভিন্ন কোম্পানির সিম ডিস্ট্রিবিউটার ও রিটেলাররা।
বিগত দিনে অভিযোগ মোবাইলের সিম ব্যবহার করে বড়সড় ক্রাইম এর ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা।
সাধারণ মানুষ যাতে সাইবার ক্রাইমের শিকার না হয় তার জন্য এদিন একটি কর্মশালার আয়োজন করা হয়। মোবাইলের সিম নেওয়ার আগে বিক্রেতারা যাতে গ্রাহকদের আসল নথি দেখে সিম কার্ড বিক্রি করেন।
সিম কার্ড বিক্রেতারা যেন তাদের দোকানে সিসি ক্যামেরার ব্যবস্থা করেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যা এবং তা কিভাবে সমাধান করা যায় তা নিয়েও দীর্ঘ আলোচনা করেন প্রশাসনিক আধিকারিকরা।