আরও ঘনীভূত গভীর নিম্নচাপ, সাগর থেকে ৩৮০ কিলোমিটার দূরত্ব রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ১০০ কিমি বেগে বইবে ঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ অতি গভীর নিম্নচাপ তৈরী হবে। এবং রবিবার মধ্য রাতে বাংলাদেশ ও সুন্দরবন উপকূলে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝোড়া বাতাস ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে নজর রাখা হয়েছে পরিস্থিতির দিকে। ইতিমধ্যেই মাইক নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে প্রশাসন।
হাওয়া অফিস সূত্রে খবর তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের আশঙ্কা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে, সঙ্গে ৮০ কিলোমিটার বেগে চলবে ঝড়ের তান্ডব। দুর্যোগের কথা মাথায় রেখে একাধিক জেলায় জারি করা হয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। ইতিমধ্যেই জলপথে পুলিশের তরফে শুরু করা হয়েছে মাইকিং। এছাড়া বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ পর্যটনকেন্দ্রগুলিতে সতর্ক করা হচ্ছে পর্যটকদের।