সাতসকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর

সাতসকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর।

প্রায় দু’ঘণ্টা পথঅবরোধ করে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে কাটোয়া ১ নম্বর ব্লকের কৈথন গ্রামের। ঘটনাস্থলে এসে পৌছায় কাটোয়ার এস ডিপিও সহ বিশাল পুলিশবাহিনী। ময়নাতদন্তের জন্য দেহ কে পাঠানো হয় কাটোয়া মহকুমা হাসপাতাল। সকাল আটটা নাগাদ কৈথন গ্রামের বাসিন্দা নয়ন শেখ বয়েস পাঁচ মুদিখানা দোকানে জিনিস কিনতে এসেছিলো। জিনিস নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টর তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর ফোন করে পাশের গ্রাম অর্জুন ডিহি প্রায় ৫ কিলোমিটার দূর থেকে ধরে নিয়ে আসে গ্রামবাসীরা।আটক করে রাখা হয় ড্রাইভারকে।শুরু হয় পথ অবরোধ।এলাকাবাসীর অভিযোগ পুলিশকে খবর দেওয়ার পর প্রায় দু’ঘন্টা পর আসে পুলিশ।ঘটনাস্থলে কাটোয়ার এসডিপিও সহ বিশাল পুলিশবাহিনী।এই এলাকায় ট্রাকটারের বাড়বাড়ন্তে প্রায় ৬টি দুর্ঘটনা ঘটে। বাবা কেরলের রাজমিস্ত্রি কাজ করে, অভাবের সংসারে প্রতিনিয়ত তাদের দিন আনা দিন খাওয়া করতে হয় সেই কারণেই আজ সকালে গেছিল চা পাতা কিনতে।চা পাতা কিনতে গিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।এস বি পিওর আশ্বাসে অবরোধ ওঠে। আটক করা হয়েছে ট্রাক্টরটিকে। গ্রেফতার করা হয়েছে ট্রাক্টর চালককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − fourteen =