সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরে

সাতসকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরে

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কুস্থলিয়া-মেজিয়া রাজ্য সড়কের কাঁটাবাইদ মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল ৭টার সময় একদল শিবের অনুগামীরা ডিজে বাজিয়ে জল ঢালতে যাচ্ছিল, তাদেরকে দেখার জন্য কাঁটাবাইদ গ্রামের বছর ১৩র শুভদীপ মাজী রাস্তা ছেড়ে বাম পাশে দাঁড়িয়ে ছিল। সেই সময় মেজিয়া দিক থেকে আশা একটি বালি বোঝায় ট্রাক্টর বেপরোয়াভাবে তাকে পিষে দেয়, ঘটনাস্থলে মৃত্যু হয় ঐ নাবালকের। স্থানীয়দের অভিযোগ এই রাস্তা দিয়ে একাধিক বালি বোঝাই গাড়ি বেপরোয়াভাবে দীর্ঘদিন ধরে যাতায়াত করছে। ওই সমস্ত গাড়িগুলির কোন বৈধ কাগজপত্র নেই বলেও তারা অভিযোগ করেছে। এই ঘটনার জেরে প্রায় দু’ঘণ্টা মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পরে শালতোড়া থানার হস্তক্ষেপে অবরোধ উঠে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =