মেদিনীপুর শহরের উদয় পল্লী এলাকায় বাড়ছিল চুরির ঘটনা। বিভিন্ন মন্দির চুরি থেকে শুরু করে ছোটখাটো চুরির ঘটনা লেগেই রয়েছে এলাকায়। এরই মধ্যে মঙ্গলবার রাতে এলাকায় চুরি করতে আসে দুই ব্যক্তি। স্থানীয় এক যুবকের নজরে পড়তে ধাওয়া করে এক চোরকে পাকড়াও করে সে। সুযোগ বুঝে চম্পট দেয় অপরজন। এরপর ওর রীতিমতো খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ওই চোরকে। দীর্ঘক্ষণ বেঁধে রাখার পর খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে ইতিমধ্যে উদ্ধার করে নিয়ে গিয়েছে চোরকে। ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, এলাকায় বাড়াতে হবে পুলিশি নিরাপত্তা।