সাতসকালে মাছ ধরতে এসে পুকুরে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।
মৃত ব্যক্তির নাম মহাদেব ভট্টাচার্য ৫২ বছর বয়স । হাওড়া কানাইলাল ভট্টাচার্য্য লেনের এলাকার ঘটনা । মাঝেমধ্যেই ভোর বেলায় পুকুরে মাছ ধরতে আসতো। আজ সকালে প্রাতঃভ্রমণ গ্রহণকারীদের নজরে পড়ে চ্যাটার্জি হাট থানার পুলিশকে খবর দেয়া হয়। চ্যাটার্জি হাট থানার পুলিশ দেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো পুলিশ খতিয়ে দেখছে। মাছ ধরতে এসে পুকুরে পড়ে যায় না অন্য কোন ঘটনা তদন্ত করে দেখছে পুলিশ।