সাত দফা দাবিতে ধূপগুড়ি পৌরসভায় বিজেপির গণ ডেপুটেশন
বুধবার ধূপগুড়ি টাউন মন্ডল বিজেপির পক্ষ থেকে ধুপগুড়ি পৌরসভায় সাত দফা দাবিতে গণ ডেপুটেশন প্রদান করা হয়।এদিন দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা পৌরসভা অভিযান করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী।এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়,টাউন মন্ডলের সভাপতি দেবব্রত চক্রবর্তী,সহ সভাপতি বাবুল চৌধুরী,বিরোধী পুরসভার বিরোধী দলনেতা কৃষ্ণদেব রায় সহ বিজেপি কর্মীরা।পুরসভার ভাইস চেয়ারম্যানের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন,বাড়ি বাড়ি পানীয় জল,ড্রেনের দুরবস্থা সহ একাধিক দাবিতে গণ ডেপুটেশন দেওয়া হয়।চেয়ারম্যানকে অন্ধকারে রেখে তৃণমূল কাউন্সিলরা লুটে পুটে খাচ্ছে।ঘরের টাকা,বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুট করা হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী,ইডি , সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি। যদিও পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং অভিযোগগুলি ভিত্তিহীন বলে দাবি করেছেন।তিনি বলেন,কেন্দ্রীয় সরকার ঘরের বকেয়া টাকা আটকে রেখেছে।সেই বকেয়া টাকা মেটালেই সমস্ত ঘরের টাকা দেওয়া হবে।ভোটের আগে মিডিয়ার সামনে হাইলাইট হওয়ার জন্য এই ডেপুটেশন দিচ্ছে বিজেপি।তিনি আরো বলেন যদি কাউন্সিলরের টাকা লুট করে থাকে তাহলে তাদেরও তো চারজন কাউন্সিলর রয়েছে তারাও টাকা লুট করছে।
