ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার গোপালপুরে।খরব পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মনজির ঔরঙ্গজেব(৩৪)চাঁচল থানায় সিভিক ভলান্টিয়ারে কর্মরত ছিল।বাড়িতে রয়েছে দুই নাবালক সন্তান সহ স্ত্রী ও বাবা মা।দুই ভাইয়ের মধ্যে মনজির বড়ো।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আজ সকালে চাষিরা চাষাবাদের কাজে যাওয়ার সময় আমবাগানে মনজিরের নিথর ঝুলন্ত দেহ দেখতে পায়।তারপর হইচই শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে মৃতের বাড়ি থেকে প্রায় এক কিমি অদূরের আমবাগানে।
Home জেলা