সাত সকালে চা বাগানের শ্রমিক মহল্লায় হরিণ,ভির সাধারণ মানুষের

মঙ্গলবার সাত সকালে চা বাগানের শ্রমিক মহল্লা থেকে উদ্ধার করা হলো একটি পূর্ণ বয়স্ক সম্বর প্রজাতির হরিণ।এদিন সকালে মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল থেকে আচমকাই ওই হরিনটি বরদিঘি চাবাগানের হাটখোলা সংলগ্ন একজন কর্মীর আবাসন চত্বরে ঢুকে পড়ে। এদিক-ওদিক ছোটাছুটির পর হরিণটি সেখানে একটি ঝোপের মধ্যে আশ্রয় নেয়। হরিণের খবর পেয়ে প্রচুর মানুষ সেখানে ভিড় জমায়,তেমনি ঘটস্থলে পৌঁছে যায় খুনিয়া রেঞ্জের বনকর্মিরা।বনকর্মীরা হরিণটিকে বাগে আনতে চেষ্টা করলেও মানুষের ভিড়ে সমস্যায় পড়তে হয় তাদের।পরে বনকর্মিরা জাল পেতে হরিনটিকে ঘুম পাড়ানি গুলি করে কাবু করে।এর পর সেটিকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।খুনিয়া স্কোয়াডের রেঞ্জার প্রফুল্ল সরকার বলেন,হরিণটি পূর্ণবয়স্ক পুরুষ সম্বর প্রজাতির।চিকিৎসার পর সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + nineteen =